সাভারে ফ্রি-মেডিকেল ক্যাম্প ও ভিলেজ ডক্টরস সম্মেলন অনুষ্ঠিত||rajshahirdorpon24
সাভারে ফ্রি-মেডিকেল ক্যাম্প ও ভিলেজ ডক্টরস সম্মেলন অনুষ্ঠিত |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারে স্টার ভিলেজ ডক্টর’স ফাউন্ডেশন এর আয়োজনে এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহযোগিতায় স্তন ক্যাম্সারের লক্ষন নির্নয় ও জরায়ু মুখের প্রাথমিক ক্যান্সার বুঝার উপায় নির্ণয়ের জন্য (ভায়া টেস্ট) ফ্রি মেডিকেল ক্যাম্প ও পল্লী চিকিৎসকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের ইমান্দিপুরে অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় ডা. সায়েমুল হুদা বলেন, মানুষকে ভালোবাসা দিলে বিনিময়ে ভালোবাসা ও শ্রদ্ধা দুটোই পাওয়া যায়। আমাদের দেশে প্রতিবছর ৯ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে গ্রামের নারীরা মুখ খুলে বলেন না, ফলে চিকিৎসা সেবা নিতে পারেন না এবং মৃত্যু বরন করেন।
ডা. সায়েমুল হুদা আরও জানান, বাংলাদেশে প্রতিবছর ১৫ হাজারের বেশি মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। অনেক নারীরা স্তন শব্দটি মুখেই আনতে চান না এবং চিকিৎসক এর সাথেও শেয়ার করেন না। ফলে প্রতিবছর সাড়ে সাত হাজার মানুষ এ রোগে মারা যান। আবার এ সকল সচেতনতামূলক কাজ চিকিৎসকের পক্ষে একা করা সম্ভব নয়। তাই আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
ডা. হুদা বলেন, সাভার উপজেলায় কর্মরত সকল পল্লী চিকিৎসকদের বলেছি বিএমডিসি রেজিষ্ট্রেশন ব্যতীত এ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহার করা নিষেধ। তাদের আরও বলেছি নামের পূর্বে ডা. লিখা যাবে না, বলেছি যার যে পদবী তাই লিখতে হবে। সাভারে আমার জানামতে তারা এ নির্দেশনা মেনে চলছেন এবং তারা কথা দিয়েছেন যে মেনে চলবেন। তাদের উপর আমার আস্থা আছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আব্দুর রহমান ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর , সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, সাংবাদিক আবুল বাশার, হাসিবুর রহমান লিমন প্রমুখ সহ অন্যরা।
উল্লেখ্য, অনুষ্ঠানে স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদাকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করে।
No comments