গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে ফের কাউন্সিলর হচ্ছেন মোফা ||rajshahirdorpon24
আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে দুই নম্বর ওযার্ডে কাউন্সিলর পদে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন প্রবীন নেতা ও কাউন্সিলর মোফাজ্জ্বল হোসেন মোফা তিনি (টেবিলল্যাম্প) প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন।
জানা গেছে, গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে ভোটার রয়েছে ৪ হাজার ৬৩ জন।
সাধারণ কাউন্সিলর পদে এবার মোট ৬ প্রার্থী প্রতিদন্দিতা করছেন। এরা হলেন কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফা(টেবিল ল্যাম্প),
শফিকুল ইসলাম(উটপাখি), তরিকুল ইসলাম(গাজর), আজিজুর ইসলাম আজিজ (পানির বোতল), নুরুজ্জামান কাজল(ব্ল্যাক বোর্ড) ও তসলিম উদ্দিন জনি(ডালিম) প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন। এদিকে স্থানীয়রা জানান, এক টানা তিনবারের নির্বাচিত সফল কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফা (টেবিল ল্যাম্প) প্রতিক নিয়ে এবারো নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন। এবার তার নির্বাচন করার কোনো ইচ্ছে ছিলনা।কিন্ত্ত এলাকার দলমত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষের অনুরোধে মোফাকে বাধ্য হয়ে কাউন্সিলর প্রার্থী হতে হয়েছে। ফলে ওয়ার্ডের অধিবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মোফার বিজয় নিশ্চিত করতে অনেক আগেই ভোটের মাঠ দখলে নিয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত
স্থানীয় সুত্রে জানা গেছে, কাউন্সিলর পদে নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক, সামাজিক, পারিবারিক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা ও গ্রহণযোগ্যতা ইত্যাদি প্রয়োজন মোফাজ্জ্বল হোসেন মোফা সেই সব গুনের অধিকারী সম্পন্ন প্রার্থী। এসব বিবেচনায় নির্বাচনের মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অন্যদের থেকে তিনি অনেক এগিয়ে রয়েছেন।
এদিকে নির্বাচনী প্রতিদন্দিতায় তাকে পরাজিত করতে না পেরে একটি বিশেষ মহল
ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে তাকে বার বার হেনস্তা করছে বলে ওয়ার্ডবাসী মনে করছেন।
No comments