Header Ads

  • সর্বশেষ খবর

    ধামরাই উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষণা দিলেন "ওসি" আতিক ||rajshahirdorpon24

     

    ধামরাই উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষণা দিলেন "ওসি" আতিক 

    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

    মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ স্লোগান কে প্রতিপাদ্য করে ধামরাই থানা পুলিশ এর আয়োজনে ধামরাই উপজেলার  গাংগুটিয়ায় বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় ধামরাই উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষণা দেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান। 


    বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। 



    এতে উপস্থিত ছিলেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান, কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা, উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন, গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: কাদের মোল্লা, গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শহীদ পরিবারের সন্তান মিলন কান্তি রায়, সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ সানি, ইউনিয়ন পরিষদের সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 


    এসময় বক্তারা বলেন, উন্নত দেশের পুলিশ হতে হলে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে বিট পুলিশিংয়ের মাধ্যমে।


    তারা বলেন, জনগণকে ভালোবাসতে হবে, তাদের পাশে থাকতে হবে। তাদের জন্য কাজ করতে হবে। দায়িত্ব পালনকালে নিপীড়ন-নির্যাতনের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশকে সব ধরনের নির্যাতন থেকে বেরিয়ে এসে জনগণের পুলিশ হয়ে উঠতে হবে।


    পরিশেষে বিট পুলিশিং কার্যালয় গাংগুটিয়া শাখার অফিস উদ্বোধন করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728