Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে সালেপুরে আরো একটি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন সেতুমন্ত্রী ||rajshahirdorpon24

     



    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি:

    সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজারের অদূরে ঝুঁকিপূর্ণ সালেপুর সেতুর মেরামত কাজ সম্পন্ন করে এনেছেন প্রকৌশলীরা।


    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আজ সেতুটি খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


    ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেপুরে পাশপাশি দুটি সেতুর একটির নিচের গার্ডারে (ভিম) ফাটল দেখা দেওয়ায় গত ১৩ জানুয়ারী ঢাকামুখী অংশটিতে যান চলাচল বন্ধ রেখে মেরামতের কাজ শুরু করে কর্তৃপক্ষ।



    একমুখী চলাচলের কারণে রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। সেতুর উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের।

    ঢাকা সড়ক ও জনপথ বিভাগ বলছে, নব্বইয়ের দশকে সালেপুরে তুরাগ নদের ওপর পূর্ব ও পশ্চিম পাশে পাশপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। পূর্ব পাশের সেতু ব্যবহার হয় রাজধানীতে যানবাহন ঢোকার জন্য। আর পশ্চিম পাশের সেতু ব্যবহার হয় রাজধানী থেকে যানবাহন বের হওয়ার জন্য।


    পূর্ব পাশের সেতুর নিচের গার্ডারে (ভিম) ফাটল দেখা দেয়ায় শুধু টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ওই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।


    এতে করে সালেপুর সেতুর উভয় পাশে প্রতি মুহূর্তেই তীব্র যানজটের সৃষ্টি হয়। রাতে এই যানজট ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ চরমে ওঠে।


    সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঢাকার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল-মামুন বলেন, প্রকৌশলীদের রাত-দিনের পরিশ্রমে ঝুঁকিপূর্ণ সেতুর মেরামত কাজ মোটামুটি সম্পন্ন করা হয়েছে।

    সড়ক এবং সেতুমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সেতুতে যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি নব্বইয়ের দশকে নির্মিত সেতুর পাশেই আজ সড়ক ও সেতুমন্ত্রী দ্বিতীয় সালেপুর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728