ঢাবি ক্যাম্পাস ও গেরুয়া এলাকায় থমথমে অবস্থা, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ||rajshahirdorpon24
ঢাবি ক্যাম্পাস ও গেরুয়া এলাকায় থমথমে অবস্থা, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ |
মোঃ শান্ত খান সাভার :
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের মত সকল দোকানপাট বন্ধ রেখেছে গেরুয়া বাজারের ব্যবসায়ীরা।
এদিকে এঘটনায় এখনো ক্যাম্পাসে ও গেরুয়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন সহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ক্যাম্পাস বন্ধ থাকার পরেও আবাসিক হলগুলোর তালা ভেঙ্গে হলের ভিতরে প্রবেশ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাতে তারা হলেও অবস্থান করেন। এঘটনার তিন দিন পেরিয়ে গেলেও কোন পক্ষ এখনো থানায় মামলা দায়ের করেননি। এদিকে দুপুর ১২ টায় জরুরী ভাবে সংবাদ সম্মেলন ডেকেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি গেরুয়া বাজার এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১৯ ফেব্রুয়ারি গেরুয়া বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়
No comments