সাভারে পৃথক ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার!||rajshahirdorpon24
সাভারে পৃথক ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার! |
মোঃ শান্ত খান স্টাফ রিপোর্টার:
পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা ও আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানাং, সকালে সাভারের শিমুলতলা এলাকায় অজ্ঞাত (২২) এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাভার হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এদিকে সকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও সাভারের নয়াবাড়ি ও হরিণধরা এলাকা থেকে রাতে দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে ঢাকার ধামরাই থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সংশ্রিষ্ট থানা পুলিশ বলছে, নিহতরা কিভাবে মারা গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
No comments