আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা ||rajshahirdorpon24
![]() |
আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়া ইউনিয়নের আড়াগাঁও এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আশুলিয়ার আড়াগাঁও এলাকার লালচাঁন নামের এক হত দরিদ্র ব্যক্তি নিজের পরিবারের স্বচ্ছলতা আনতে ইতিহাস নামের একটি যাত্রীবাহী বাস কিনেন। বাসটি চন্দ্রা থেকে মিরপুর ১৪ নাম্বারে যাত্রী নিয়ে চলাচল করতো। ভাড়ার টাকায় তার সংসার ও ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ চলতো। গতকাল রাতে বাসটি আড়াগাঁও এলাকায় রেখে গেলে দুর্বৃওরা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এসময় বাসে ঘুমিয়ে থাকা চালকের সহকারী সাইফুল জানালা ভেঙ্গে বের হতে গিয়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে এর আগে গত চার বছর আগে ওই গাড়ির মালিকের বাড়ির পাশে ঢাকা আরিচা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃওরা।
এলাকাবাসীর ধারণা পূর্ব শক্রুতার জের ধরে ওই ব্যক্তির বাসটি দুর্বৃওরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments