Header Ads

  • সর্বশেষ খবর

    ধামরাইয়ে বাড়ি দখলে ব্যর্থ হয়ে স্বামী-স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা !||rajshahirdorpon24

     


    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

    ঢাকার ধামরাইয়ে বাড়ি দখলে ব্যর্থ হয়ে স্বামী-স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে অবৈধ দখলদার বাহিনীর সদস্যরা। পরে অবৈধ দখলদার বাহিনীরা আহত রজ্জব আলী গরু বিক্রির ১লক্ষ৬৬হাজার টাকা নিয়ে যায়।


    আজ বুধবার সকাল ১০টার সময় ঘটনাটি ঘটেছে উপজেলার যাদবপুর ইউনিয়নের বনেরচর গ্রামে। মারাত্মক জখম হওয়া ওই স্বামী-স্ত্রীকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।এদের মধ্যে স্ত্রীর অবস্থা আশংকাজনক বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।


    এব্যাপারে ওই হামলাকারি দকলদার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মোঃ রজ্জব আলী বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।


    ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানান, আমরা একটি গরু বিক্রি করবো বিধায় আজ সকাল ৮টার সময় গরুর বেপারীরা গরু দেখার জন্য আমাদের বাড়ীতে আসে।পরে গরু দেখে ধরদাম ঠিক করে ১লক্ষ ৬৬হাজার টাকায় গরু বিক্রি করা হয়।গরু বিক্রি করার বিশ মিনিট পরে মোঃ চানমিয়া, মোঃ শামীম, আমজাত,শাহীনুরসহ কয়েকজনে মিলে লোহার রড ও কাঠের লাঠি এবং ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রজ্জব আলীর বাড়ী এসে অর্তকিত হামলা চালিয়ে বাড়ি দখল করতে আসে। এসময় রজ্জব আলী ও তার স্ত্রী সাহিদা আক্তার দকলদার বাহিনীর সদস্যদের বাদা দেয়। এতে তারা বাড়ি দখল করতে ব্যর্থ হলে ক্ষিপ্ত হয়ে বাদা প্রদানকারিদের ওপর হামলা চালিয়ে আহত করে গরু বিক্রি টাকা নিয়ে যায়। 


    এসময় লোহার রড ও কাঠের লাঠি দিয়ে উপর্যুপোরি পিটিয়ে মোঃ রজ্জব আলী ও তার স্ত্রী সাহিদাকে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করতে এলে দখলদার বাহিনীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাদেরকে মূমূর্ষূবস্থায় উদ্ধার করে ধামরাই সরকারি আবাসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। স্ত্রী সাহিদার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।


    এব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ মফিজুর রহমান বলেন,এ হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728