তানোরে মটর স্থাপন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া ||rajshahirdorpon24
তানোরে মটর স্থাপন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া |
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকচা বানিয়াপাড়া গ্রামে খাবার পানির মটর স্থাপন করায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে উঠেছে সমালোচনার ঝড়।
স্থানীয়রা জানান, মেয়র মিজান এখানে একটি মটর দিয়েছিলেন, কিন্ত্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পহেলা ফেব্রুয়ারী সোমবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকচা বানিয়াপাড়া গ্রামের মসজিদের সামনে থেকে খাবার পানির একটি মিনি মটরসহ মালামাল জব্দ করেন তানোর উপজেলা নির্বাহী (ইউএনও) ও রির্টানিং কর্মকতা সুশান্ত কুমার মাহাতো। অথচ ৬ ফেব্রুয়ারী শনিবার আকচা বানিয়াপাড়া গ্রামে একই স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মটর স্থাপন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান জনৈক দুলাল এই মটর স্থাপন করে গ্রামবাসীকে নৌকা প্রতিকে ভোট দিতে বলেছেন।
অন্যদিকে এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, বিএনপি প্রার্থীর অভিযোগ আওয়ামী লীগ ভোটারদের প্রভাবিত করতে আচরণবিধি লঙ্ঘন করে মটর স্থাপন করেছে,তবে আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করে বলেন, মটর স্থাপনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্তা নাই। উপজেলা নির্বাহী (ইউএনও) ও রির্টানিং কর্মকতা সুশান্ত কুমার মাহাতো বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments