Header Ads

  • সর্বশেষ খবর

    আশুলিয়ায় ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ২ প্রতারক আটক!||rajshahirdorpon24

     

    আশুলিয়ায় ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ২ প্রতারক আটক!


    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি:

    সাভারের আশুলিয়ায় ক্যাপটর সিকিউরিটি প্রাঃ লিমিটেড নামের একটি ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ২ প্রতারককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় প্রতারণার শিকার ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) রাতে আটকের বিষয়টি নিশ্চত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।


    এর আগে একইদিন বিকেল ৩ টার দিকে আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় মো. দিদার চৌধুরীর মালিকানাধীন একটি ভবনে অভিযান পরিচালনা করে প্রতারকদের আটক করা হয়।



    আটকরা হলেন- মো. বদরুল আলমের ছেলে মো. লিটন শিকদার (৩৬) ও মো. আলি আসাদের ছেলে মো. ওসমান গণি (৩৩)।


    র‌্যাব জানায়, ক্যাপটর সিকিউরিটি প্রাঃ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত নিরীহ চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার নামে সহজ সরল মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। তারা চাকরি প্রার্থীদের ট্রেনিং দেওয়ার নাম করে আশুলিয়ার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে আটক করে মারধর করতো। চাকুরি প্রার্থীদের তারা আরও চাকুরি প্রার্থী সংগ্রহ করে আনতে বলতো এবং এজন্য তারা তাদের লোভ দেখাতো যে লোক যত সংগ্রহ করে দেওয়া যাবে তত বেশি কমিশন পাওয়া যাবে। লোক সংগ্রহ করে না দিলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করতো।


    অভিযানে এসময় ক্যাপটর সিকিউরিটি প্রাঃ লিমিটেড এর চাকুরীর চুক্তিনামার ২ টি ফর্ম, ২০ জন ভুক্তভোগী, ২ টি রেজিস্ট্রার খাতা, ২০০ টি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকুরী প্রার্থীদের পাঠানো ১০০ টি সিভি ও ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।


    র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, ক্যাপটর সিকিউরিটি প্রাঃ লিমিটেড নামে প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে নিরীহ চাকরি প্রার্থীদের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। তারা চাকরি প্রার্থীদের ট্রেনিং দেওয়ার নাম করে আশুলিয়ার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে চাকরি প্রার্থীদের আটক করে মারধরও করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে৷

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728