Header Ads

  • সর্বশেষ খবর

    সভায় মাস্ক খুলে বাদাম খেতে বসলেন এমপিসহ শীর্ষ নেতারা !||rajshahirdorpon24

     

    সভায় মাস্ক খুলে বাদাম খেতে বসলেন এমপিসহ শীর্ষ নেতারা !

    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি:

    করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্বসহ মাস্ক পরার নির্দেশনা দিয়েছে সরকার। তবে সেই নির্দেশ অমান্য করে ঢাকার ধামরাইয়ে যৌথ মতবিনিময় সভায় মঞ্চে বসে মাস্ক খুলে এমপিসহ শীর্ষ সব নেতারাই খেতে শুরু করলেন বাদাম। এনিয়ে মঞ্চেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এক মনোনয়ন প্রত্যাশী।


    শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া ভোলানাথ স্কুল আ্যান্ড কলেজের সামনে আয়োজিত সভায় এ ঘটনা ঘটে। 


    এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। মঞ্চে তার দুই পাশেই উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লাসহ ধামরাইয়ের আওয়ামী লীগের শীর্ষ নেতারা।


    এসময় দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কাদের মোল্লাকে দিয়ে পলিথিনে করে বাদাম কিনিয়ে নেন মঞ্চে থাকা এক নেতা। পরে মঞ্চে প্রথম সারিতে থাকা সবাইকে সেই বাদাম বিলি করে দেন আরেক নেতা। শুরু থেকে সবার মুখে মাস্ক থাকলেও পরে মাস্ক খুলে সবাই বাদাম চিবোতে শুরু করেন।


    এ ঘটনায় ক্ষুব্ধ হন গাঙ্গুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মনোনয়ন প্রত্যাশী আওলাদ হোসেন। 


    তিনি বলেন, সরকার সামাজিক দূরত্ব বজায় রাখতে স্কুল কলেজ বন্ধ রেখেছে। সবখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। আজকের সভায় অনেকেই বহু টাকা পয়সা খরচ করে জমায়েত এনেছেন। ড্যাগের পর ড্যাগ খিচুড়ি খাইয়েছেন। কিন্তু কেউই কম টাকায় হলেও কাউকে কোন মাষ্ক দেননি। আমাদের অনেক নেতাও মাস্ক পরে আসেননি। সরকারের নির্দেশ যদি নিজেরাই না মানি জনগণকে কিভাবে বলবো।


    সভায় ভ্যাকসিন নিয়ে বক্তব্য রাখেন এমপি বেনজির আহমেদ। ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন করা ও সবাইকে নেয়ার আহ্বান জানান তিনি। 


    এবিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করবেন না বলে গাড়ি নিয়ে সভাস্থল ত্যাগ করেন এমপি বেনজির আহমেদ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728