Header Ads

  • সর্বশেষ খবর

    ধামরাইয়ে বাস চাপায় ভূমি অফিসের চেইনম্যান নিহত!||rajshahirdorpon24

     

    ধামরাইয়ে বাস চাপায় ভূমি অফিসের চেইনম্যান নিহত!

    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

    ঢাকার ধামরাইয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উপজেলা ভূমি অফিসের চেইনম্যান উত্তম কুমার হাওলাদার (৩৫) নিহত হয়েছেন। 


    সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


    নিহত উত্তম কুমার হাওলাদার বরিশালের রতন কুমার হাওলাদারের ছেলে। সে ধামরাই উপজেলা ভূমি অফিসের চেইনম্যান হিসেবে  কর্মরত ছিলো।


    পুলিশ জানায়, সন্ধ্যায় পাটুরিয়া থেকে আসা ঢাকাগামী রাজধানী এক্সপ্রেস (পাবনা-ব-১১-০০১২) বাসের সঙ্গে ধামরাই ভূমি কমিশনার অফিস থেকে বাথুলি বাজারে সুয়াপুর তফসিল অফিসগামী ওই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান চালক উত্তম। এসময় স্থানীয় লোকজন বাসটি আটক করে। তবে চালক পালিয়ে যায়। 


    এবিষয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাজা মাইনুদ্দিন চিশতী বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এছাড়া বাসটিও আটক করা হয়েছে।  তবে চালক পালিয়ে গেছে। 


    এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728