Header Ads

  • সর্বশেষ খবর

    সভাস্থলে ৫ হাজার মাষ্ক বিলি করলেন চেয়ারম্যান প্রার্থী ||rajshahirdorpon24

     

    সভাস্থলে ৫ হাজার মাষ্ক বিলি করলেন চেয়ারম্যান প্রার্থী

    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :

    ঢাকার ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় ৫ হাজার মাষ্ক বিলিয়ে দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মিলন কান্তি রায়। 


    শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়াতে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি পালন করেন তিনি।


    নিজের সমর্থকদের মুখে 'মিলন ভাইকে চেয়ারম্যান হিসেবে চাই' লেখা সংবলিত মাষ্ক পরিয়ে আনার সঙ্গে সঙ্গে সভাস্থলে থাকা বাকীদের মধ্যেও মাষ্ক বিলি করে তার সমর্থকেরা।


    জানতে চাইলে ধামরাইয়ের ৭নং গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিলন কান্তি রায় বলেন, 'বর্তমানে করোনা ভাইরাসের মহামারীর জন্য সরকার সবাইকে মাষ্ক পরার নির্দেশ দিয়েছে। জনসমাগম সীমিত আকারে করতে বলেছে। আমাদের সভাটি সেভাবেই করা হচ্ছে।'


    তিনি বলেন, 'আমাদের অনেক মানুষই অসচেতন। ফলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। যেনো সবাইকে মাষ্ক দেয়া যায়। জমায়েতের কথা মাথায় রেখে আমরা পুরো সভাস্থলে প্রায় ৫ হাজার মাষ্ক বিলি করেছি।'

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728