আশুলিয়ায় একটি বিদেশী তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা!||rajshahirdorpon24
আশুলিয়ায় একটি বিদেশী তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় একটি বিদেশী তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ। এতে প্রায় প্রতিষ্ঠানটির সাত হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
শ্রমিকরা জানায়, পুরাতন ডিইপিজেডে ভারতীয় মালিকানাধীন পোশাক কারখানা লেনি ফ্যাশন গার্মেন্টস প্রায় সাত হাজার শ্রমিক কাজ করে আসছিলো। পরে করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় কারখানা লোকসানের মুখে মালিকপক্ষ অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেন মালিকপক্ষ। এমন অবস্থায় শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এনিয়ে ডিইপিজেড এলাকায় ৮ টি তৈরি পোশাক কারখানা বন্ধ হলো। এছাড়াও সাভার ও আশুলিয়ায় আরও বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশিচত করে ডিইপিজেড এর জেনারেল ম্যানেজার আব্দুস সোবাহান বলেন, মালিকপক্ষ কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে।
No comments