সাভারে চা দোকানের কর্মচারীকে পিটিয়ে হত্যা!||rajshahirdorpon24
সাভারে চা দোকানের কর্মচারীকে পিটিয়ে হত্যা! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে বিশ্বজিৎ নামে এক চায়ের দোকানের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ ফ্রেব্রুয়ারি) আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত বিশ্বজিৎ বরগুনা জেলার বেতাগী থানার প্রসেজিৎ এর ছেলে।
নিহতের মেয়ে দিপা জানান, আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বিশ্বজিৎ নামের ওই ব্যক্তি একটি চায়ের দোকানে কাজ করতো। গতকাল চায়ের দোকানের মালিক রিপনের কাছে পাওনা টাকা চাইতে গেলে তার সাথে বাক বিতন্ডা হয়। এসময় চায়ের দোকানের মালিক রিপন কর্মচারী বিশ্বজিৎ পিটিয়ে আহত করলে তিনি ঘটনা স্থলেই নিহত হয়। এঘটনার পর থেকে হত্যাকারী রিপন পলাতক রয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। হত্যাকারী রিপন কান্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে ঢাকার ধামরাই এলাকা থেকে নিজ ঘর থেকে লাবনী আক্তার নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
No comments