Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে – আহত ২!||rajshahirdorpon24

     

    ফাইল ফটো

    স্টাফ রিপোর্টার:

    রাজশাহীর বাঘায় র্¦ দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলার কলিগ্রাম এলাকার মোঃ আলম হোসেনের ছেলে মোঃ   আব্দুল্লাহ(ডন) (৩৫) ও লালপুর উপজেলা মোমিনপুর গ্রামের মোঃ মিঠন আলি(৩০)  সামের এ ২জন আহত হয়েছে। 


    স্থানীয়রা তাদেও উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান। মিঠন আলি  প্রাথমিক  চিকিৎসা নিয়ে  বাড়ি ফিরে গেছেন।  আর আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী  মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 


    রোববার (২৮-০২-২০২১) সকালের দিকে উপজেলার বিনোদপুর বাজারের  পশ্চিম পাশে  এই ঘটনা ঘটে।  আহত আব্দুল্লাহ(ডন)  এ,সি,আই (কীটনাশক ঔষধ)  কোম্পানিতে সেলস ম্যানের চাকরি  করেন বলে জানা গেছে। মুখোমুখি সংঘর্ষেও ঘটনায় দইজনের মোটরসাইকেল দুইটি দুমড়ে-মুচড়ে গেছে।


    স্থানীয়রা  জানান, বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ে  অভারটেক করার সময় ঘটনা ঘটেছে। এ ঘটনার কয়েকদিন আগেও  সেখানে একই ধরনের ঘটনা ঘটেছে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728