সাভারে তিনজনের লাশ উদ্ধার!||rajshahirdorpon24
সাভারে তিনজনের লাশ উদ্ধার! |
মোঃ শান্ত খান সাভার :
নিখোঁজের সাত দিন পরে সাভারে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অপর ঘটনায় আরো দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকার মুনসুর আলীর চার বছলের ছেলে আহাদ গত সাত ফেব্রুয়ারি নিখোঁজ হয়। পরে সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করা হয়। পরে আজ সকালে বাড়ির পাশে একটি গর্তে তার লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশ বলছে,ওই শিশুকে হত্যা করা হয়েছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে সাভারে একটি বেসরকারী হাসপাতাল থেকে জামাল সরদার নামের (২০) এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও আশুলিয়ার জামগড়া এলাকার নারী ও শিশু হাসপাতাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এঘটনায় সাভার ও আশুলিয়া থানায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments