আশুলিয়ায় ১০০ গ্রাম হেরোইন ও ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২!||rajshahirdorpon24
আশুলিয়ায় ১০০ গ্রাম হেরোইন ও ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় ১০০ গ্রাম হেরোইন ও ৩৫৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। সোমবার (১ ফেব্রুয়ারী) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ (সাভার ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।
এর আগে একইদিন ভোর রাতে আশুলিয়ার বাইপাইলের ফাতেমা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন বুড়ির বাজারগামী সড়কে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো. জুয়েল রানা (২৪) পিতা- মো. আবিদুল ইসলাম ও মো. কাবুল ইসলাম (৩০) পিতা- মো. খলিল ইসলাম।
র্যাব জানায়, রাতে আশুলিয়ার বাইপাইলের বুড়ির বাজারগামী সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায় যে- তারা বিভিন্ন জায়গা থেকে হেরোইন ও ফেনসিডিল ক্রয় করে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
No comments