তানোরে ইউনিয়ন পরিষদের ভবন উদ্বোধন ||rajshahirdorpon24
তানোর(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে শক্ত অবস্থানে আওয়ামী লীগ। নির্বাচনে আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের কেউ যেনো দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করতে না পারেন সেই জন্য কঠোর হুশিয়ারি প্রদান করা হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগ করলে এবং হৃদয়ে ধারণ করলে দলের সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে। কেউ দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে তাকে ছাড় দেয়া হবে না।
আওয়ামী লীগ সংগঠন জাতির জনকের তৈরি সংগঠন। জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা। তৃণমূল নেতৃবৃন্দ তাঁর সেই স্বপ্ন ও কার্যক্রম তৃণমূলে বাস্তবায়নে কাজ করছেন। যারা আমিলীগ সৃস্টি করে নিজের পকেট ভরতে নৌকা ও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বেঈমানী করেছে তারা যেনো আগামিতে আর নৌকা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষতি করতে না পারে তাদের প্রতিহত করে তৃণমুলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
এছাড়াও অগ্নিঝরা মার্চের বিভিন্ন কর্মসুচি যথাযথভাবে উদযাপনের নির্দেশনা দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। জানা গেছে, ২৮ ফেব্রুয়ারী রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২১ উপলক্ষে পাঁচন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্মিত ভবনের উদ্বোধন, ভিজিডি কার্ড বিতরণ এবং কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠানে ইউপি আওয়ামী লীগ সম্পাদক বিজেন কুমারের সঞ্চালনায় ইউপি সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন।
অন্যান্যদের মধ্যে আরো উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, তানোর থানার অফিসার ইন্চার্জ(ওসি) রাকিবুল হাসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার প্রমুখ।
এদিকে ভাষা শহীদ ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের পিতা প্রয়াত আব্দুর রহমানের আত্তার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং কোরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্য পুরুস্কার বিতরণ করা হয়।
No comments