বাস চাপায় পোশাক কারখানার কর্মীর মৃত্যু,দুই গাড়িতে আগুন ||rajshahirdorpon24
বাস চাপায় পোশাক কারখানার কর্মীর মৃত্যু,দুই গাড়িতে আগুন |
মোঃ শান্ত খান সাভার :
সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একটি পোশাক কারখানার কর্মী নিহত হওয়ার খবরে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নরসিংহপুরে শারমীন গ্রুপের কারখানার মানবসম্পদ বিভাগের কর্মী মো. শামসুল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনার শিকার হন।
টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক পার হওয়ার সময় ক্ল্যাসিক পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
এতে তার মৃত্যুর খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনের সড়ক অবরোধ করেন। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানোর পাশাপাশি দুটিতে আগুন ধরিয়ে দেন।
কেউ মোবাইল ফোনে ছবি কিংবা ভিডিও করতে গেলে শ্রমিকরা তাদের লাঞ্ছিত করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, সড়ক দুর্ঘটনায় শারমিন গ্রুপের দুই শ্রমিক নিহত হওয়ার কথা শুনেছি। তবে সেটা নিশ্চিত নয়। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বাসে আগুনের খবরে তাদের কর্মীরা রওনা হয়েছেন।
নরসিংহপুর নারী ও শিশু হাসপাতালের ডেপুটি ম্যানেজার হারুন অর রশীদ পোশাক কারখানাটির কর্মী মো. শামসুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
No comments