Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই, গ্রেপ্তার ৩ ||rajshahirdorpon24

     

    সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই, গ্রেপ্তার ৩


    মোঃ শান্ত খান সাভার :

    পুলিশের ওপর অতর্কিতে হামলা চালিয়ে সাভারে চাঞ্চল্যকর রোহান হত্যা মামলার আসামীকে ছিনিয়ে নিয়েছে সহযোগিরা। এ ঘটনায় আহত হয়েছে সাভার মডেল থানার উপ পরিদর্শক ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাহমুদুল ইসলাম (৩৮)।


    গত শনিবার গভীর রাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে ছিনিয়ে নেয়া ওই আসামীর তিন সহযোগীকে। আটককৃতরা হলেন-জাওয়াদ (২৪), অনিক (২৫) ও স্বাধীণ (২৪)।


    বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, চাঞ্চল্যকার রোহান হত্যামামলার এজাহারভূক্ত চার নম্বর আসামী রাবিকুল ইসলাম রকি (২০) ব্যাংক কলোনী এলাকার আয়েশা লাইব্রেরির পাশে সদলবলে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাকে ধরে ফেলে।


    এ সময় তার সাথে থাকা ১৪/১৫ জন সহযোগী অতর্কিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয় আসামী রকিকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত অবস্থায় উদ্ধার করে এস আই তাহমুদুল ইসলামকে। সেখান থেকে তাদের আটক করা হয়।


    যোগাযোগ করা হলে এস আই তাহমুদুল ইসলাম জানান,চাঞ্চল্যকার রোহান হত্যাকান্ডের এজাহার নামীয় ৩জন সহ সন্ধিগ্ধ ৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তবে অন্যতম আসামী রকিকে দীর্ঘদিন ধরে নজরে রাখা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা মাত্রই রকির সহযোগিরা আমার মুখ ও হাতে আঘাত করে আসামী ছিনিয়ে নেয়।


    এ বিষয়ে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, পুলিশের কর্তব্যকাজে বাঁধা,সরকারি কর্মচারীকে আঘাত ও আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি মামলাটি তদন্ত করছেন বলেও জানান।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728