ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাবি কলেজছাত্রের আত্মহত্যা, বংশী নদী থেকে মরদেহ উদ্ধার!||rajshahirdorpon24
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাবি কলেজছাত্রের আত্মহত্যা, বংশী নদী থেকে মরদেহ উদ্ধার! |
মোঃ শান্ত খান স্টাফ রিপোর্টার :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাভারের বংশী নদীতে ঝাঁপ দিয়েছে মো. বিকাশ ইসলাম (১৬) নামে এক কলেজছাত্র। প্রায় ১৪ ঘণ্টা পর সোমবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিকাশ ইসলাম কুষ্টিয়া জেলার আমান উল্লাহর ছেলে। সে রেডিওকলোনি এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করত।
স্থানীয়রা জানান, রেডিওকলোনি এলাকা থেকে রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় নিখোঁজ হয় বিকাশ। পরে তার জুতা সাভারের নামাবাজার এলাকার বংশী নদী থেকে উদ্ধার করা হয়। সেই জুতা দেখেই বিকাশ ইসলাম নদীতে ঝাঁপ দিয়েছে বলে নিশ্চিত হয় স্বজনরা। পরে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে পুরোপুরি নিশ্চিত হয় স্বজনরা।
ফায়ার সার্ভিস জানায়, রাতে আলো স্বল্পতার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। প্রায় ১০টার দিকে নিহতের মরদেহ বংশী নদী থেকে উদ্ধার করা হয়।
বংশী নদীতে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সাভার ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, বিকাশ ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
No comments