তানোরে প্রশিক্ষণ বিমান আলুখেতে!||rajshahirdorpon24
তানোরে প্রশিক্ষণ বিমান আলুখেতে! |
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির"প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে আলুখেতে পড়েছে।
জানা গেছে, ১৬ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার তালন্দ ইউপির লালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।এদিকে দুর্ঘটনা কবলিত বিমান দেখতে শত শত উৎসক জনতা ভিড় জমায় ভিড় সামলাতে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের হিমশিম খেতে হয়। শিক্ষানবিস দুই পাইলট নাহিদ ও মাহফুজ সামান্য আঘাত পেলেও সুস্থ রয়েছে।
অপরদিকে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। তানোর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্বারে কাজ করছে দুর্ঘটনার কারণ এখন জানা যায়নি।#
No comments