ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, বখাটে আটক!||rajshahirdorpon24
ফাইল ফটো |
মোঃ শান্ত খান সাভার
সাভারে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে রকি নামে (৩৫) এক বখাটে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি এফএম সায়েদ। তিনি জানান, বুধবার রাতে সাভারের ইমান্দিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসী জানান , বুধবার সন্ধ্যায় সাভারের ইমান্দিপুর এলাকায় তার বাড়ির ছাদে স্থানীয় 'সান পাওয়ার স্কুলে'র দশম শ্রেণীর এক স্কুলছাত্রী (১৬) কে ডেকে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করেন বখাটে রকি। এ সময় তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ক্ষিপ্ত হয়ে রকি ওই ছাত্রীকে দোতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী ওই ছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং বখাটে রাকিকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ওসি আরও জানান, আটক রকিকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
No comments