Header Ads

  • সর্বশেষ খবর

    সাভার পৌরসভার বিভিন্ন অলিগলিতে সিসি ক্যামেরা লাগানোর জন্য এলাকাবাসীর দাবি (ভিডিও)||rajshahirdorpon24

     

    সিসি ক্যামেরা লাগানোর জন্য  এলাকাবাসীর দাবি


    মোঃ শান্ত খান সাভার :

    সাভার পৌর এলাকার বিভিন্ন পয়েন্টের অলিগলিতে কিশোর গ্যাং , ইভটিজিং, মাদক, সন্ত্রাস,  চুরি রুখতে ক্লোজড সার্কিট  সি,সি, টিভি ক্যামেরা বসানো উচিত ।  সি,সি ক্যামেরা থাকলে খুব অল্পতেই চিহ্নিত করা যাবে অপরাধীদের ।   অল্প সময়ের মধ্যে পুলিশ অপরাধীদের ধরতে পারবে। 


    মো: ইমরান  হাসান বলেন, "পৌর এলাকার অলিগলিতে  চুরি বা যেকোন ধরণের আইনশৃঙ্খলার অবনতি হলে সি,সি,টিভি তদন্তের কাজে সহযোগিতা করবে।" সি,সি,টিভি থাকলে দুষ্কৃতীদের  সহজেই চিহ্নিত করে গ্রেফতার করা সম্ভব।  অপরাধও কমবে বলে আমাদের ধারণা। আমরা তাই সাভার পৌর  বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে  কর্তৃপক্ষ কে সিসিটিভি লাগানোর জন্য অনুরোধ করছি।

                                      (ভিডিও)


    এলাকাবাসীর  দাবি, “বিভিন্ন ব্যাংক ও বেসরকারি সংস্থায় সি,সি,টিভির ব্যবহার বাড়ায় অপরাধের ঘটনা কমেছে।" শহর জুড়ে পুলিশের নজরদারি রয়েছে। নজরদারির সঙ্গে সি,সি,টিভি লাগানোর বিষয়টি তুলনা করা ঠিক নয়। সাভার উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের  ধর্ম  বিষয়  প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল  বাবু মনে করেন, "সি,সি,টিভি থাকলে দুষ্কৃতীরাও ধরা পড়ে যাওয়ার ভয়ে বাসায় ঢুকে চুরি বা ছিনতাই,কিশোর গ্যাং,  ইভটিজিং, সন্ত্রাস, করার সাহস পাবে না।"

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728