বাঘায় আম বাগানে মিললো গৃহকর্মীর নিথর দেহ !||rajshahirdorpon24
বাঘা(রাজশাহী)প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় নিপায়ারা আক্তার সিমা (৩৫) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩-০৩-২০২১) সকালে উপজেলার আরিফপুর বিলের ধারের আম বাগান থেকে এই নারির লাশ উদ্ধার করে পুলিশ।
বাজুবাঘা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু জানান, নিহত নিপায়ারা আক্তার সিমা বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর দেওয়ান পাড়া গ্রামের আতব আলী সরকারের মেয়ে। দুই বছর আগে দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পর গৃহকর্মীর কাজ বেছে নেয়। উপজেলা সদরে সাবেক এক চেয়ারম্যানের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সোমবার দুপুরে কাজ করেছে। বিকেলে বাবার বাড়ি যাবে বলে বের হয়েছিলো। কাজের সুবাদে পাশে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন নয়ন নামের একজনের বাসায়। সেখানে একাই বসবাস করতেন। তার দুইটি ছেলে রয়েছে। তারা নানার বাড়িতে থাকে।
নয়নের স্ত্রী জানান , বাবার বাড়িতে যাওয়ার কথা বলে সন্ধ্যার আগে বের হয়েছিণ। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারি বলেন, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে বিলের ধারে আরেন আলীর আম বাগানে লাশ ফেলে রাখা হয়। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে।
তবে গলায় ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ছেলেদের সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে বাবার বাড়িতে যেত সিমা।
No comments