তানোর যোগাযোগ বিচ্ছিন্ন! ||rajshahirdorpon24
তানোর যোগাযোগ বিচ্ছিন্ন! |
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোর আধুনিক সড়ক যোগাযোগ বান্ধব উপজেলা হিসেবে স্বীকৃত তবে, অবৈধ মাটিদুস্যু চক্রের দৌরাত্ম্য প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে। উপজেলা জুড়ে চলছে পুকুর খননের হিড়িক হচ্ছে অবৈধ মাটি বাণিজ্য।
এদিকে এসব মাটি পরিবহন করতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ও নির্মাণাধীন পাকা রাস্তা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। এতে নস্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এসব রাস্তায় সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি চলাচল করতে হচ্ছে, প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, বিষয়টি যেনো দেখার কেউ নাই। সরেজমিন দেখা গেছে তানোরের কাঁমারগা গাংহাটি, মোহর, কৃষ্ণপুর, কোয়েলহাট ও আকচাসহ বিভিন্ন এলাকায় পুকুরের মাটি পরিবহন করে রাস্তা নস্ট করা হচ্ছে।
সংশ্লিস্ট এলাকাবাসি আবেদন নিবেদন করেও মাটিদস্যু চক্রের অপতৎপরতা বন্ধ করতে পারছে না, আবার অজ্ঞাত কারণে প্রশাসনও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এতে জনমনে তীব্র অসন্তোষ সৃস্টি হয়েছে, বিস্ফোরনমুখ পরিস্থিতি বিরাজ করছে, যেকোনো সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটার আশঙ্কায় সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহতো জানান, পুকুর পুনঃখনন ও মাটি বিক্রি করা যাবে না এমন কোনো আইন নাই, তবে রাস্তার ক্ষতি হলে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।
এবিষয়ে জানতে চাইলে ভেঁকু ঠিকাদার নাজমুল ও শরিফুল বলেন, যাকে যেভাবে ম্যানেজ করা দরকার তাকে সেভাবে ম্যানেজ করা হয়েছে, দুই টাকার পত্রিকায় খবর করে
পুকুরের কাজ বন্ধ করা যাবে না।
No comments