সাভারে আগুনে পুড়ে ও সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু!||rajshahirdorpon24
সাভারে আগুনে পুড়ে ও সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু! |
মোঃ শান্ত খান সাভার :
সাভারে আগুনে পুড়ে শরিফুল মোল্ল্যা (৩২) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার নগরচর এলাকার জনৈক আতোয়ার মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে পোশাক কারখানার কাজ শেষ করে নিজ ভাড়া বাসায় পোশাক শ্রমিক শরিফুল মোল্ল্যা ও তার স্ত্রী সুর্য খাতুন ঘুমিয়ে ছিলেন। পরে সকালে তার স্ত্রী দেখতে পান তার স্বামী আগুনে পুরে মারা গেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
নিহতের স্ত্রী সুর্য খাতুন বলেন,তার স্বামী সিগারেটের আগুন থেকে মারা গেছে। নিহত ওই পোশাক শ্রমিক রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন স্টিচ কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন সে রাজশাহী জেলার বাঘা থানার দাতপুর গ্রামের আজগর মোল্ল্যার ছেলে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি এফ এম সায়েদ বলেন,ময়না তদন্তের পরে নিহতের মৃত্যুর রহস্য জানাযাবে।
অপর দিয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের তুরাগ এলাকায় ওমর ফারুক (৩২) এক যুবক গাড়ি চাপায় মারা গেছে। খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
No comments