সাভার পৌর আ'লীগ সহ-সভাপতির ব্যক্তিগত কর্মকর্তা হারুণ উদ্ধার!||rajshahirdorpon24
সাভার পৌর আ'লীগ সহ-সভাপতির ব্যক্তিগত কর্মকর্তা হারুণ উদ্ধার! |
মোঃ শান্ত খান স্টাফ রিপোর্টার :
সাভার থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর রাজধানীর গুলিস্তান থেকে সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মিয়ার ব্যক্তিগত কর্মকর্তা হারুণ খাঁনকে উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার সকাল নয়টার দিকে হারুণ খাঁন সাভারের গেন্ডা এলাকার বাসা থেকে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মিয়ার কাছে আসার পথে নিখোঁজ হন। নিখোঁজের পরে বন্ধ হয়ে যায় তার তিনটি মোবাইল ফোন নাম্বার। এঘটনায় বাবুল মিয়া গতকাল সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করেছিলেন। পরে আজ রোববার দুপুরে নিখোঁজ হারুণকে গুলিস্তান এলাকায় অচেতন অবস্থায় উদ্ধার করে উদ্ধার করে একটি গাড়িতে করে সাভারে পাঠিয়ে দেয় ট্রাফিক পুলিশ।
এদিকে নিখোঁজের পরে ওই যুবকের তিনটি মোবাইল ফোন ও তার সাথে থাকা নগদ সাত হাজার টাকা খোওয়া না গেলেও নিখোঁজের পরিবারের সদস্যরা বিষয়টি ভিন্ন ভাবে দেখছেন। তাদের দাবি রাজনৈতিক কোন দ্বন্দ্বের কারণে তাকে দুর্বৃওরা উঠিয়ে নিয়ে যেতে পারে।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই পাবেল মোল্ল্যা বলেন, বিষয়টি সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
No comments