Header Ads

  • সর্বশেষ খবর

    ঢাকা ও সাভারে আসছেন দুই রাষ্ট্রপ্রধান ও তিন সরকার প্রধান ||rajshahirdorpon24

     

    ফাইল ফটো


    মোঃ শান্ত খান স্টাফ রিপোর্টার:

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই অঞ্চলের দুজন রাষ্ট্রপ্রধান ও তিনজন সরকার প্রধান বাংলাদেশ সফর করবেন। এই শীর্ষনেতারা আগামী ১৭ থেকে ২৬ মার্চের মধ্যে ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (১৫ মার্চ) এই সফর উপলক্ষে আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 


    মন্ত্রী বলেন, তারা এসে যে সম্মান প্রদর্শন করবেন সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। এই সফর প্রদর্শন করে যে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গভীর এবং আমাদের প্রধানমন্ত্রীর ওপর যে আস্থা সেজন্য তারা বাংলাদেশে আসছেন। এটি ভালো সময় না। তারপরও তারা আসছেন এটি একটি ঐতিহাসিক বিষয়।


    অনুষ্ঠান শুরু হবে ১৭ মার্চ। প্রথম সফরে আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ। তিনি ১৭ ও ১৮ মার্চ ঢাকা অবস্থান করবেন।


    ১৯ থেকে ২০ মার্চ ঢাকা সফর করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী দুদিনের সফরে আসবেন ২২ মার্চ। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৩ মার্চ ঢাকায় আসবেন দুদিনের জন্য। ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন।

    রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশি রাষ্ট্রপতিদের অভ্যর্থনা জানাবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীদের অভ্যর্থনা জানাবেন।  সবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানাবেন পররাষ্ট্রমন্ত্রী।


    পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, প্রতিটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক হবে। মালদ্বীপের সঙ্গে চারটি, শ্রীলঙ্কার সঙ্গে আরও বেশি, নেপালেরও সঙ্গে হবে। এজন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি।

    এই ১০ দিনে তাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সময়ে জনগণের চলাচলে কিছুটা অসুবিধা হবে। আমরা আশা করি জনগণ এটি গ্রহণ করবে। আমরা অনুষ্ঠানগুলো এমনভাবে করেছি যে বেশিরভাগ অনুষ্ঠান ছুটির দিনে, কাজের দিনের সংখ্যা কম।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728