আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ!||rajshahirdorpon24
আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ! |
মোঃ শান্ত খান সাভার
সাভারে নিখোঁজ হয়েছেন সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মিয়ার ব্যক্তিগত কর্মকর্তা হারুণ খাঁন (৩২)। গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে নিখোঁজ রয়েছেন তিনি।
পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে হারুণ খাঁন সাভারের গেন্ডা এলাকার নিজের বাসা থেকে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মিয়ার কাছে আসার পথে নিখোঁজ হন। নিখোঁজের পরে বন্ধ রয়েছে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নাম্বার। এঘটনায় আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া আজ সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করেন।
এদিকে নিখোঁজ হারুণের পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
No comments