সরকারী নির্দেশনা বাস্তবায়নে চারঘাটে করোনা প্রতিরোধ কমিটির সভা ||rajshahirdorpon24
সরকারী নির্দেশনা বাস্তবায়নে চারঘাটে করোনা প্রতিরোধ কমিটির সভা |
আবুল মতিন চারঘাট:
রাজশাহীর চারঘাট উপজেলায় সরকারের জারি করা ১৮ দফা সুরক্ষা নির্দেশনা বাস্তবায়নে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা সামিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, করোনা ফোকাল পারসন ডা. শংকর কুমার, মডেল থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান বৃন্দ।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত ১৮ দফা সুরক্ষা নির্দেশনা বাস্তবায়নের ব্যাপারে খোলামেলা আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা সামিরা বলেন, মহামারী করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের জারি করা ১৮ দফা সুরক্ষা নির্দেশনা যথাযথ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
No comments