সাভারে বৃদ্ধার মরদেহ উদ্ধার!||rajshahirdorpon24
ফাইল ফটো |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি
সাভারে ফাতেমা আক্তার নামের (৬০) ওই বৃদ্ধার এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, বিরুলিয়ার খাগান এলাকার নিজ বাড়িতে ওই বৃদ্ধা একাই থাকতেন। ওই বৃদ্ধার ছেলে জাহিদুল ইসলাম রাজধানীর মিরপুরে একটি ব্যাংকে চাকুরী করেন। পরে সকালে ওই বৃদ্ধার ছেলে বাড়িতে আসলে তার মাকে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজা খুজি শুরু করেন। এসময় তিনি বাধরুমের এক কোনায় তার মায়ের অর্ধগলিত লাশ দেখে ৯৯৯এ সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে সেই সাথে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই অপূর্ব দত্ত জানান, কিভাবে ওই বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরে জানা যাবে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments