সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট!||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১০ এপ্রিল) সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
এর আগে, সকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার সিলভার গ্রুপের একটি প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটে। কারখানাটিতে প্রায় আড়াই ঘণ্টা ধরে আগুন জ্বলছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডিউপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় সাভার ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ পরে জানানো হবে।
No comments