Header Ads

  • সর্বশেষ খবর

    আড়ানি পৌর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও যুগ্ন আহ্বায়কসহ ১০ জনের পদত্যাগ||rajshahirdorpon24



    বাঘা (রাজশাহী) প্রতিনিধি

    রাজশাহীর বাঘায় আড়ানি পৌর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে সদস্য সচিব ও যুগ্ন আহ্বায়কসহ ১০ জন পদত্যাগ করেছে। আড়ানি পৌর ছাত্রদলের দলীয় প্যাডে তাদের স্বাক্ষরিত পদত্যাগ পত্রে বিষয়টি জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে আড়ানি পৌর ছাত্রদলের সদস্য সচিব মৃদুল হাসান জানান, ১২ এপ্রিল (২০২১) ডাকযোগে পদত্যাগ পত্রটি জেলার দায়িত্বশীল নেতাদের কাছে পাঠানো হয়েছে । যার অনুলিপি কপিও সংশ্লিষ্টদের নিকট প্রেরন করা হয়েছে। গত ১এপ্রিল জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম জনি স্বাক্ষরিত  আড়ানি পৌরছাত্র দলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়।

    জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকের স্বজপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করে আড়ানি পৌর ছাত্রদলের সদস্য সচিব মৃদুল হাসান বলেন, যারা আড়ানি পৌর সভার  বিগত  নির্বাচনে (১৬/০১/২০২১ইং)  নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছেন,এমন অনেককেই কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। আড়ানী পৌরসভার সাবেক সভাপতি  ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামসহ তার সমর্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল এর নেতা-কর্মী তারা। যারা সর্বক্ষনিক ছাত্রলীগের সাথে চলাফেরা করেন. তাদের ছাত্রদলের কমিটিতে আহবায়ক ,যুগ্ম আহবাহয়ক ও সদস্য করা হয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রেও সিনিয়রদের অসম্মান  করা হয়েছে। এসব কারণে ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে সদস্য সচিব ও যুগ্ন আহ্বায়কসহ ১০ জন পদত্যাগ করেছি। তারা হলেন, সদস্য সচিব মৃদুল হাসান, যুগ্ম আহ্বায়ক রিফাতউল হাসান, যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন,  যুগ্ম আহ্বায়ক আমিন উদ্দিনসহ আব্দুল মমিন, মেহেদী হাসান, আলমগীর কবির ইসলাম , রায়হান ,  শাকিল আহম্মেদ ,  ফায়সাল আহম্মেদ ।


    পদত্যাগ করা সদস্য সচিব মৃদুল হাসান জানান, এর আগেও আড়ানি পৌর ছাত্রদলের দলীয় প্যাডে তারা নিজ নিজ পদ উল্লেখ পূর্বক নিজেদের স্বাক্ষর করে পদত্যাগ পত্রটি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দিয়েছিলেন। কিন্ত গ্রহন করেননি। পরে রেজিষ্টারি করে ডাকযোগে পাঠানো হয়েছে। 


    জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম জনি জানান,  পদত্যাগের কোন প্রকার কাগজপত্র পায়নি। তবে পাওয়ার পরে বলতে পারবেন।#


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728