আশুলিয়ায় ছয় মাদক ব্যবসায়ী আটক!||rajshahirdorpon24
আশুলিয়ায় ছয় মাদক ব্যবসায়ী আটক! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
বুধবার (১৪ এপ্রিল) ভোর রাতে আশুলিয়ার নবীনগর ও কুমকুমারী এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব ৪।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিতিত্বে ভোর রাতে নবীনগর ও কুমকুমারী এলাকায় অভিযান চালিয়ে ৬২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিম মাদবর, সাকিম হোসাইন,রানা মিয়া, আমিরুল ইসলাম সাগর,শাকিল সাগর, ফাহিম মুন্সিকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ১৯ হাজার ৩২৮ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
No comments