সাভারে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু!||rajshahirdorpon24
সাভারে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
পৃথক দুর্ঘটনায় সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে চার জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দশ জন। চার জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
স্থানীয়রা বলছে, শুক্রবার সকালে ঢাকার ধামরাইয়ের বাড়বাড়িয়া এলাকায় আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড কারখানার নারী শ্রমিক আখি আক্তারকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশ বলছে, ময়না তদন্তের পরে ওই নারী শ্রমিকের মৃত্যুর রহস্য জানা যাবে তবে কারখানা কর্তৃপক্ষের দাবি ওই নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
অন্যদিকে ধামরাইর ধামরাইর কেলিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছে। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
অপর দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকার তুরাগ নদীর একটি ডোবায় মাছ ধরার সময় এক যুবক দুর্ঘটনায় নিহত হয়েছে।
এছাড়াও আশুলিয়ার জিরানীর টেংগুরি এলাকার একটি বাড়ি থেকে চল্লিশ বছর বয়সী এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছ।
No comments