Header Ads

  • সর্বশেষ খবর

    দিনে ৪ ঘণ্টা খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো ||rajshahirdorpon24

     

    দিনে ৪ ঘণ্টা খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো 

    নিউজ ডেস্ক:

    করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারির সংক্রমণ ঠেকাতে ‘সর্বাত্মক লকডাউনে’ দিনে চার ঘণ্টা করে খোলা থাকবে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। আমানত ও ঋণের কিস্তি জমা এবং জরুরি আর্থিক সেবা দেয়ার লক্ষ্যে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


    বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর বরাবর পাঠিয়েছে।


    সরকারের দেয়া প্রথম সপ্তাহের সর্বাত্মক লকডাউনে ১৪ এপ্রিল থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের সঙ্গে সমন্বয় করে যে যার মতো খোলা রেখেছে। এবার নতুন সার্কুলার জারি করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সময়সূচি নির্ধারণ করে দিল কেন্দ্রীয় ব্যাংক।


    জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ‘গ্রাহকদের জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক সীমিত আকারে আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালু থাকবে। গ্রাহকদের হিসাবে মেয়াদ পূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমা দান ইত্যাদি জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ২০২১ সালের ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসমূহের সর্বোচ্চ দুটি শাখা (১টি ঢাকায় ও অপরটি ঢাকার বাহিরে) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।’


    স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলো নিজ বিবেচনায় সম্পন্ন করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।


    আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে এতে বলা রয়েছে।


    সূত্র, jagonews

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728