Header Ads

  • সর্বশেষ খবর

    আওয়ামী লীগের রাজনীতিতে আলোচনায় সুজন ||rajshahirdorpon24

     

    ফাইল ফটো

    আলিফ হোসেন,তানোর:

    রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের আগামী  সম্মেলন সামনে রেখে তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থকরা তৎপর হয়ে উঠেছে। তবে এখানো সম্মেলনের দিনক্ষণ চুড়ান্ত হয়নি। ইতমধ্যে দু'বার সম্মেলনের দিন নির্ধারণ করা হলেও করোনা দুর্যোগের কারণে তা বাতিল করা হয়েছে। অপরদিকে ঈদের পরে পরিস্থিতি স্বাভাবিক হলে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের সম্ভবনা রয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।


    জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান  লুৎফর হায়দার রশিদ ময়না আলোচনায় থাকলেও দলের গঠনতন্ত্র অনুযায়ী যুবলীগ থেকে সরাসরি আওয়ামী লীগের সভাপতি হবার কোনো সুযোগ নাই, ফলে তার আলোচনা এখানেই শেষ। তবে সাধারণ সম্পাদক নিয়ে চলছে আলোচনার ঝড়। এদিকে প্রসিদ্ধ ব্যবসায়ী, বিশিস্ট সমাজ সেবক ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন তরুণ নেতৃত্ব আলহাজ্ব আবুল বাসার সুজন আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল এক নেতা সুজনকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে সবুজ সঙ্কেত দিয়ে মাঠ গোছানোর পরামর্শ দিয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে । 


    এসব বিবেচনায় এবার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সম্পাদক পদে আদর্শিক ও তরুণ নেতৃত্ব দেয়া সময়ের দাবিতে পরিণত হয়েছে, যেখানে পচ্ছন্দের শীর্ষে রয়েছে তরুণ নেতৃত্ব আবুল বাসার সুজন। এবিষয়ে জানতে চাইলে আলহাজ্ব আবুল বাসার সুজন বলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর একজন সৈনিক। 


    তিনি বলেন, এমপি মহোদয়ের বাইরে গিয়ে তিনি কোনো কাজ করতে চান না।তবে, তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থকগণ তাকে নেতৃত্বে দেখতে চাই।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728