চারঘাটে লকডাউন অমান্য করায় ৩ দোকানিকে জরিমানা||rajshahirdorpon24
চারঘাটে লকডাউন অমান্য করায় ৩ দোকানিকে জরিমানা |
আবুল মতিন, চারঘাট (রাজশাহী):
করোনা সংক্রমণরোধে লকডাউন বাস্তবায়নে রাজশাহীর চারঘাটে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এরই ধারাবাহিকতায় চারঘাটে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে তিন দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরীর নেতৃত্বে প্রশাসনের সদস্যরা লকডাউন বাস্তবায়নে মাঠে নামেন।
এরপর চারঘাট চারমাথা মোড়, সবজি বাজার, মেডিকেল মোড়, সরদহ বাজার, ট্রাফিক মোড় ও কাঁকরামারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এ সময় লকডাউন অমান্য চারঘাট বাজারের এম কে ইলেকট্রনিক ও হক বাসনালয় এবং সরদহ বাজারের খালেক এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা করে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরী বলেন, ইতোমধ্যে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রতিনিয়ত সামাজিক দূরত্ব নিশ্চিত, জনসমাগম বন্ধ, বাজার দর নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#
No comments