Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে মানা হচ্ছে না লকডাউন, স্বাভাবিক দিনের মতোই মানুষের ভিড়!||rajshahirdorpon24

     


    মোঃ শান্ত খান সাভার :

    করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে লকডাউন শুরু হলেও সাভারের এর ছিটেফোটাও দেখা মেলেনি। সপ্তাহব্যাপী লকডাউন শুরুর প্রথম দিনে সকালে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই মানুষের ভিড় দেখা গেছে সাভারের রাস্তাঘাটে।


    কল কারখানা খোলা থাকায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় লকডাউনের প্রভাব পড়েনি বললেই চলে।

    সকাল থেকেই গাদাগাদি করে বাসে উঠেছেন শিল্প কারখানার শ্রমিকরা। সড়কের বিভিন্ন ধরনের যানবাহন এর আধিক্য থাকলেও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছেন কর্মস্থলমুখী অসংখ্য যাত্রী। তবে ঢাকা আরিচা মহাসড়ক ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দিয়েছে।


    এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে যেকোন অপ্রতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

    তৈরি পোশাক শ্রমিকদের অনেকে পায়ে হেঁটে, অনেকে রিক্স-ভ্যান কিংবা অটোতে গাদাগাদি করে বসে রওনা হয়েছেন কর্মস্থলের উদ্দেশ্যে।


    লকডাউন কার্যকরে যেমন প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েনি তেমনি সামাজিক দূরত্ব বজায় রাখারও বালাই ছিল না কোথাও। তবে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৈরি পোশাক শ্রমিকদের অনেকেই।


    সারাদেশ লকডাউন রেখে শ্রমঘন শিল্পাঞ্চলে কল কারখানা খোলা রেখে লকডাউন কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। শ্রমিকরা বলেছেন, সবচেয়ে বেশি সংক্রমনের ঝুঁকির মধ্যে এখন রয়েছেন তারা। যানবাহন না পেয়ে আমরা গাদাগাদি করে যাচ্ছি। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। লকডাউন আমাদের ভোগান্তির মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে-বলছিলেন গণপরিবহনের অপেক্ষায় থাকা শ্রমিকদের অনেকেই।


    এদিকে সাভারেও পাল্লা দিয়ে বেড়েছে করোনা আক্রান্তদের সংখ্যা। স্থানীয় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে সেখানে করোনা ওয়ার্ডে কোন শয্যা ফাঁকা নেই এমনকি আইসিইউ বেডের জন্য হাহাকার দেখা গেছে রোগীদের স্বজনদের। গত ২৪ ঘন্টায় সাভারে বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মধ্যে দুইজন মারা গেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728