চারঘাটে ভ্রাম্যমাণ গাড়িতে মিলছে দুধ-ডিম ও মাংস ।। rajshahirdorpon24
চারঘাটে ভ্রাম্যমাণ গাড়িতে মিলছে দুধ-ডিম ও মাংস |
আবুল মতিন চারঘাট:
দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে রাজশাহীর চারঘাট উপজেলায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা চত্ত্বরে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান।
সৈয়দা সামিরা বলেন, মহামারি করোনাভাইরাসের কাছে আমরা আসলে অসহায়। এ মুহূর্তে মানুষের দরকার রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করা। এজন্য প্রয়োজন দুধ, মাংস ও ডিম। এ তিনটি প্রাণিজাত পণ্য যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছায় সেজন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, খামারিরা যাতে তাদের পণ্য ন্যায্যমূল্যে বাজারে বিক্রি করতে পারেন এবং মানুষের হাতে নিরাপদ প্রাণিজ আমিষ পৌঁছে দিতে পারি- সেজন্য আমাদের এ প্রয়াস। প্রতিটি পণ্য বাজার দামের চেয়ে কম। এতে ক্রেতা সাধারণ এসব পণ্য কিনে লাভবান হবেন।
উল্লেখ্য, জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উপজেলায় ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে ঈদ পর্যন্ত বিভিন্ন জায়গায় নিরাপদ দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে।#
No comments