চলে গেলেন বিএনপি নেতা, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম!||rajshahirdorpon24
স্টাফ রিপোর্টার:
বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্যাঙগাড়ী-চানপুর গ্রামের বাসিন্দা,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম সরকার(৭২) সোমবার (১৯-৪-২০২১) সকাল সাড়ে ৯ টার সময় বাঘার স্থানীয় হাসপাতালে মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বিএনপির প্রতিষ্ঠকালিন সময়ে রাজনীতিতে যুক্ত হন। জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক পদে বহাল ছিলেন। গড়গড়ী ইউনিয়ন পরিষদের ৩বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতা যুদ্ধে অগ্রনী ভ’মিকা পালন করেছেন। তার পিতার নাম আলহাজ¦ ঈমান আলী সরকার। ৬ ভাইয়ের মধ্যে ২য় ছিলেন নজরুল ইসলাম। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।
পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)। বক্তব্যকালে বলেন, রাজনৈতিক মতবিরোধ ভ’লে আমরা যেন তাকে ক্ষমা করে দিই।
তার পরিবারের খোঁজ খবর নেয়াটাও আমাদের দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত শোক বার্তার প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ^াসী ছিলেন নজরুল ইসলাম।
বিকেল সাড়ে ৫টায় সরের হাট দাদপুর হাইস্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যদা ও জানাযা নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
জানায়ায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ন আহ্বায়ক ও বাঘা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু,জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাদ, বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান বয়েজুল ইসলাম খান, কর্নেল (অবঃ) রমজান আলী,লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহক আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালেক সরকার,জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাছ আলী,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি,আড়ানি পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, আড়ানি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু প্রমুখ।
রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনারের মাধ্যমে সন্মাননা জানান উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন পও পুলিশ ফোর্স। উপস্থিত ছিলেন,, মুক্তিযোদ্ধা,রাজনৈতিক,সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।
মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন যুগ্মআহব্বায়ক সাইফুল ইসলাম মার্সাল, সদস্য সচিব বিশ্বনাথ সরকার,সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু,সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, গড়গড়ি ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাসুদ করিম টিপু।
No comments