Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ ||rajshahirdorpon24

     

    বাঘায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ 

    স্টাফ রিপোর্টার:

    রাজশাহীর বাঘায় এক কৃষকের পাঁকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। রোববার (২৫এপ্রিল) উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাফিজুর রহমানের দেড় বিঘা জমির ধান কাটতে মাঠে নামেন, জেলা ছাত্রলীগের ১সদস্যসহ ১১ জন কর্মী। 


    প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও বাঘা-চারঘাটের সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুপ্রেরণায় অসহায় ও দরিদ্র কুষকদের ধান কেটে দেয়ার সিদ্ধান্তে মাঠে নেমে ধান কাটতে শুরু করেন তারা।


     কৃষক হাফিজুর রহমানর জানান, করোনাকালিন সময়ে শ্রমিক ও অর্থ সংকটের কারণে  আমার দেড় বিঘা জমির পাঁকা ধান কাটা নিয়ে বিপাকে পড়ি। ছাত্রলীগের শাকিবুল ইসলাম রানা এ খবর জানার পর,সে ছাত্রদের নিয়ে আমার জমিতে ধান কাটতে আসেন।   তারা দেড় বিঘা জমির পাঁকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।


    জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সদস্য ও সাধারন সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী শাকিবুল ইসলাম রানা জানান, পাঁকা ধান নিয়ে ওই কৃষকের সমস্যা জানার পর  কলেজ পড়–য়া  ১১জন ছাত্রদের নিয়ে তার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। তারা সকলেই জেলা ছাত্রলীগের কর্মী। করোনাকালিন সময়ে ছাত্রলীগ কর্মীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবসি।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728