করোনা আক্রান্ত কবরী, হাসপাতালে ভর্তি||rajshahirdorpon24
ফাইল ফটো |
নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ কবরী সারোয়ার। তার ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
নূর উদ্দিন আরও জানান, ওনাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। কবরীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। কিন্তু তাকে সাধারণ বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে বলেন, চলতি সপ্তাহে জ্বরে আক্রান্ত হন কবরী আপা। শরীরে ব্যথাও ছিল। পরে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সবাই আপার জন্য দোয়া করবেন।
No comments