Header Ads

  • সর্বশেষ খবর

    পবিত্র রমজান উপলক্ষে বাঘাবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মেয়র আক্কাছ আলী ||rajshahirdorpon24

     

    ফাইল ফটো


    স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঘাবাসীসহ সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাঘা পৌরসভার  সাবেক মেয়র আক্কাছ আলী। সোমবার এক বাণীতে এই সাবেক  মেয়র।


    বাণীতে সাবেক মেয়র আক্কাছ আলী  বলেন, ‘ রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে সমাগত। পবিত্র রমজান উপলক্ষে আমি বাঘাবাসীসহ দেশের মুসলিম উম্মাহকে আমত্মরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।’





    রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানিয়ে সাবেক মেয়র আরো বলেন, রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় মাসটি। আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানাই। 


    আমি প্রাপ্ত বয়স্ক সবাইকে ইসলামী বিধান মোতাবেক রোজা পালন, নেক আমল, রোজাদার ব্যক্তিকে সম্মান প্রদর্শনের আহবান জানাচ্ছি। মহান আল্লাহ্তায়ালা আমাদের সবাইকে ইসলামী শরিয়ত অনুযায়ী রোজা পালনের তওফিক দান করুন। সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728