Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় দু’পক্ষের সংঘর্ষে নারিসহ আহত-৬!||rajshahirdorpon24

     

    বাঘায় দু’পক্ষের সংঘর্ষে নারিসহ আহত-৬!


     বাঘা (রাজশাহী) প্রতিনিধি : 

    রাজশাহীর বাঘায় দু’পক্ষের সংঘর্ষে নারিসহ ৬জন আহত হয়েছে।  তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল নয়টায় উপজেলার  গড়গড়ি ইউপির পলাশী ফতেপুর এলাকায়  এ  ঘটনা ঘটে। 


    স্থানীয়রা জানান,  ওই গ্রামের  আবেদ আলীর স্ত্রী  আশুরা বেগম (৫০) বাড়িতে ব্যবহারের জন্য প্রতিবেশি  খোরসেদ আলীর জমি থেকে  মাটি   কাটতে  যায়। এনিয়ে দুই পরিবারের মেয়েদের মাঝে  বাকবিতন্ডা হয়। পরে বিষয়টি নিয়ে এক পরিবারের পুরুষ আরেক পরিবারকে  হুমকি প্রদান করে। 


    ওই জের  ধরে ১২  এপ্রিল ( সোমবার) সন্ধার পর  আবেদ আলীর লোকজন খানপুর বাজারের পার্শ্বে খোরসেদকে   মারধর করে ।  তাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল নয়টায় খোরসেদ আলীর লোকজন  রড, হাতুড়ি, হাসুয়া ও লাঠিসোটা নিয়ে আবেদ আলীর বাড়িতে হামলা করে। এনিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। হামলায় গুরুতর আহত হয়েছেন,আবেদ আলী  (৫৫)সহ তার স্ত্রী  আশুরা বেগম (৫০), মেয়ে নারর্গিস খাতুন ও তার ভাইয়ের ছেলে  সেন্টু আলী।  অপরদিকে খোরশেদ পক্ষের লীপি খাতুন(৩০) ও জবেদা খাতুন নামের দুই নারি আহত হয়েছে।


    স্থানীয়রা তাদের উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে  নিয়ে যান।  সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোলায়মান হোসেন জানান, আহতদের সকলকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।  তাদের মধ্যে আবেদ আলী ও সেন্টু আলীর আঘাত  গুরুতর।


    বাঘা থানার অফিসার ইনচার্জ  ( তদন্ত ) আব্দুল বারী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728