৬৫ হাজার টাকার পোশাকে নজর কাড়লেন মাধুরী!||rajshahirdorpon24
ফাইল ফটো |
বিনোদন ডেস্ক:
বলিউডের সেরা অভিনেত্রীদের অন্যতম একটি নাম মাধুরী দীক্ষিত। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যচর্চা এবং নৃত্যকলায় সমান পারদর্শী তিনি। সম্প্রতি মালদ্বীপে পরিবারের সঙ্গে অবসর সময় কাটিয়ে আবারো ভারতে শুটিংয়ের কাজে ফিরেছেন মাধুরী
'ডান্স দেওয়ানে'র নতুন মৌসুমে প্রধান বিচারক হিসেবে দেখা মিলবে তার।
তবে 'ডান্স দেওয়ানে'র শুটিং সেটে প্রথম দিনেই ক্যামেরার সব লেন্স যেন নিজের দিকে নিয়ে এসেছেন তিনি। তামান্না পাঞ্জাবি কাপুরের সংগ্রহ থেকে ৬৫০০০ রুপির দারুণ সূচিকর্মের ঘাগরা এবং স্ট্রপি কুর্তা পরিধান করতে দেখা যায় তাকে। অলংকার হিসেবে পড়েছেন জুমকাসহ একটি চোকার নেকলেস।
শুটিং সেট থেকে স্থিরচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়ার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন মাধুরী।
প্রসঙ্গত, চলতি মাসে 'ডান্স দেওয়ানে'র কিছু পর্বের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করবেন মাধুরী। এরপর পরিচালক শোকারুনার শ্রী রাও এবং করণ জোহরের প্রযোজনায় নেটফ্লিক্সের একটি সিরিজের শুটিং শুরু করবেন এই ধকধক গার্ল।#
No comments