Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন ||rajshahirdorpon24

     

    চারঘাটে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন 

    আবুল মতিন চারঘাট: 

    করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে সারা দেশের ন্যায় রাজশাহীর চারঘাটে শুরু হয়েছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। এই লকডাউন মানাতে যথেষ্ট তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। 


    তবে কঠোর লকডাউনের চতুর্থ দিনে বিভিন্ন অজুহাতে যে সব মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন তাদেরকে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে।


    এদিকে জরুরি প্রয়োজন ছাড়া লকডাউনে মানুষের ঘর থেকে বের হওয়া নিষেধ থাকলেও নিম্ন আয়ের মানুষ অনেকে রাস্তায় নেমেছেন। যানবাহন না থাকলেও রাস্তায় বেশকিছু রিকশা-ভ্যান ও মোটরসাইকেল চোখে পড়েছে। আবার অনেক মানুষকে পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বন্ধ রয়েছে দোকানপাট।


    সকাল ১১টার দিকে চারঘাট চারমাথা মোড় ও ট্রাফিক মোড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যানবাহন বন্ধ থাকায় রিকশা-ভ্যানে করে যেসব মানুষ প্রয়োজনীয় কাজে যাচ্ছে। পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। সদুত্তর না পাওয়ায় অনেককেই ভ্যান থেকে নামিয়ে দেওয়া হচ্ছে।


    বিভিন্ন রাস্তায় গাছের গুড়ি দিয়ে যান চলাচল সীমিত করেছে পুলিশ। বেশি প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দিয়ে তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।


    চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, দেশকে করোনার হাত থেকে রক্ষার স্বার্থে সরকারের নির্দেশে সারাদেশে লকডাউন চলছে। যে কোন ভাবেই হোক সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে চারঘাট মডেল থানা পুলিশ সদা সচেষ্ট রয়েছে।


    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা। জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার এই লকডাউন ঘোষণা করেছে। তাই সকলকে অন্তত পক্ষে নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলার আহবান জানান।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728