আশুলিয়ার শিমুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড !||rajshahirdorpon24
আশুলিয়ার শিমুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ! |
মোঃ শান্ত খান সাভার
সাভারের আশুলিয়ার শত বছরের পুরানো ও ঐতিহ্যবাহী শিমুলিয়া বাজারে ভয়াবহ আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০টি দোকান। এতে করে প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকানীদের। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাতে শিমুলিয়া বাজারের নাইট গার্ডেরা হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পায়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের আরো কয়েকটি দোকানে ছড়িয়ে পড়লে আগুন নেভাতে কাজ শুরু করে স্থানীয়রা। এসময় স্থানীয়রা ডিইপিজেড ফায়ার সার্ভিসের খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
পরবর্তীতে ধামরাই ফায়ার স্টেশন থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তত সময়ে অন্তত ১০টি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে যায়। এতে করে প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারন সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারন হিসেবে স্থানীয়রা জানিয়েছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।#
No comments